এনটিআরসিএর শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু, জেনে নিন বিস্তারিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৪২ PM
১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিতদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে শিক্ষকের শূন্যপদের চাহিদা নেওয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বুধবার (১৯ নভেম্বর) শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। শূন্য পদের তথ্য দিতে প্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের অনলাইনে চাহিদা ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে পদ শূন্য হয়েছে, সেই সব পদের চাহিদা দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এবং কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর পর্যন্ত সংশোধিত) এর প্যাটার্নভুক্ত পদে অনলাইনে চাহিদা দিতে হবে।
পুরো নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন
জনবল কাঠামোর আওতায় শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা দিতে হবে। মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে চাহিদা দেয়ার সময় অবশ্যই এই পদকে ‘Female Quota’ হিসেবে উল্লেখ করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন (Institute Type) অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে প্যাটার্নভুক্ত সব পদের বিবরণ অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এই প্রদর্শিত পদ থেকে প্রতিষ্ঠানপ্রধান শুধুমাত্র এমপিওভুক্ত অনুমোদিত শূন্যপদগুলোর মধ্যে কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকলে অনলাইনে চাহিদা দেবেন। কোন পদ সংশ্লিষ্ট বিষয়ে কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকলে অনলাইনে চাহিদা দেয়া যাবে না।
জনবল কাঠামো ও এমপিও নীতিমালার প্যাটার্নভুক্ত কিছু পদ আছে যেগুলো শর্তসাপেক্ষে পূরণযোগ্য, যেমন-মন্ত্রণালয়ের অনুমোদন, নির্ধারিত ছাত্রসংখ্যা থাকা, ল্যাব চালু থাকা ইত্যাদি। ঐ ক্ষেত্রে কেবলমাত্র এমপিও নীতিমালার শর্ত পূরণ হলেই অনলাইনে চাহিদা দেয়া যাবে।
মামলাজনিত কারণে কোন পদে আদালতের নিষেধাজ্ঞা থাকলে কিংবা নিয়োগের স্থগিত আদেশ থাকলে সে পদের অনলাইনে চাহিদা দেয়া যাবে না।
ই-রিকুজিশনজনিত যেকোনো ধরনের তথ্যের জন্য এনটিআরসিএর নিম্নোক্ত টেলিফোন-মোবাইল ফোনে অফিস চলাকালীন যোগাযোগ করা যাবে। হটলাইন ০১৬৩৫৪০৫৮০১।