সচিবের আশ্বাসে অনশন ভাঙলেন ১৮তম নিবন্ধনের চাকরিপ্রত্যাশীরা

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে বৈষম্যের অভিযোগে আন্দোলনে অনশন ভাঙছেন চাকরিপ্রত্যাশীরা
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে বৈষম্যের অভিযোগে আন্দোলনে অনশন ভাঙছেন চাকরিপ্রত্যাশীরা  © সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে বৈষম্যের অভিযোগে চলমান আমরণ অনশন কর্মসূচি বন্ধ করেছেন আন্দোলনকারীরা। শিক্ষা সচিব রেহানা পারভীনের আশ্বাসে রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে অনশন ভাঙেন তারা। তবে অবস্থান কর্মসূচি চলবে আন্দোলনকারীরা জানিয়েছেন।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক তাসনিম রশীদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রবিবার চাকরিপ্রত্যাশীদের পক্ষে আমরা চারজন শিক্ষা সচিবের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা অনশন স্থগিত করেছি। তবে অবস্থান কর্মসূচি চলবে।

প্রতিনিধি দলের চার সদস্য হলেন- লিপিয়ারা খাতুন, মোরশেদা আক্তার, তাসনিম রশীদ ও আব্দুল্লাহ আল মামুন। এর আগে কর্মসূচি পালনের সময় দুই আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। মো. নুরুল ইসলাম (৩১) ও মো. ইদ্রিস (৩৩) নামে দুই অনশনকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ভোটের আগেই নারীদের জয়জয়কার চাকসুর হল সংসদে!

আন্দোলনকারীরা জানিয়েছেন. দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে অনেক যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে ফল পুনর্বিবেচনা এবং মেধাভিত্তিক সনদ প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর থেকেই বেশ কিছু প্রার্থী ফলাফলে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন। দাবি আদায়ে গত ১৪ সেপ্টেম্বর থেকে আন্দোলনকারীরা আমরণ অনশন শুরু করেন। এর আগে গত ৩১ আগস্ট থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা।


সর্বশেষ সংবাদ