৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে—জানাল এনটিআরসিএ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন ঈদুল আযহার পর প্রকাশ করা হতে পারে। এ জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হিসেবে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ইনডেক্সধারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম শেষ হওয়ার পর ১৭তম নিবন্ধনের ইনডেক্সধারীদের রোল ব্লক করা হবে। সবকিছু ঠিক থাকলে জুন মাসেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’
ওই কর্মকর্তা আরও জানান, ‘জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ঈদের আগে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন আর কারা পারবেন সে বিষয়ে আগামী রোববার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হবে। মন্ত্রণালয়ের এই বৈঠকের পর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।’
জানা গেছে, ১-১২তম, ১৭তম এবং ১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে ৩৫ ঊর্ধ্ব প্রার্থীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।.
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৩৫ ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ না থাকা প্রার্থীদের বিষয়ে আলোচনা করতে একটি সভা ডাকা হয়েছে। আগামী রোববার এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সভাপতিত্ব করবেন।’
৩৫ ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ শেষ হওয়া প্রার্থীদের মধ্যে কারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আরও জানান, ‘এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। সভায় সবার মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’