জাতীয়করণ আন্দোলন

প্রেসক্লাবে বড় জমায়েতের প্রস্তুতি শিক্ষক-কর্মচারীদের

জাতীয়করণের দাবিতে বড় জমায়েতের প্রস্তুতি শিক্ষক-কর্মচারীদের
জাতীয়করণের দাবিতে বড় জমায়েতের প্রস্তুতি শিক্ষক-কর্মচারীদের  © টিডিসি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীতে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ জমায়েত হবে বলে জানিয়েছেন তারা।

জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া বৃদ্ধি, সর্বজনীন বদলি এবং জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তবে সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে কোনো আশ্বাস না দেওয়ায় বড় জমায়েতের ডাক দিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা বলছেন, আসন্ন ঈদুল আযহার পূর্বেই তাদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। বাড়ি ভাড়ার পাশাপাশি তাদের চিকিৎসা ভাতাও সরকারি চাকরিজীবীদের মতো করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দীর্ঘ ২১ বছর পর শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মাত্র ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিষয়টি আমাদের সঙ্গে প্রহসন করার মতো। আমরা এটি মানি না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই। একইসঙ্গে সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাই।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে আমাদের সব দাবি বাস্তবায়ন করা সম্ভব। তবে কোনো সরকারই শিক্ষকদের দুঃখ, দুর্দশা লাঘবে উদ্যোগ নেয়নি। আমাদের দাবি আদায়ে আগামীকাল বুধবার সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আসবেন। এরপর প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করা হবে। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ