দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিতে এনটিআরসিএ’র গণশুনানি আজ

এনটিআরসিএ
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিয়োগে প্রার্থী বাছাইয়ে দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের অংশ হিসেবে গণশুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্যোগে আটটি বিভাগে পর্যায়ক্রমে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৪টা ৪৫  মিনিটে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট বিভাগে প্রথম গণশুনানির আয়োজন করেছে। এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণে সেবাপ্রত্যাশী নিবন্ধন সনদধারীগণের এনটিআরসিএ’র কার্যক্রম বিষয়ে যে কোনো অভিযোগ, আবেদন ও নিবেদন সরাসরি শ্রবণের মাধ্যমে নিষ্পত্তি এবং নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে এনটিআরসিএ’র কর্মকর্তাসহ চেয়ারম্যান, এনটিআরসিএ’র সভাপিত্বে গণশুনানি দেশের আটটি বিভাগে পর্যায়ক্রমে আয়োজন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথম গণশুনানি আগামী ২৪ জানুয়ারি, ২০১৯ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটে অনুষ্ঠিত হবে। এমতাবস্থায়, সিলেট বিভাগের নিবন্ধন সনদধারীগণকে তাদের কোনো সমস্যা, অভিযোগ ও পরামর্শ থাকলে গণশুনানিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন...


সর্বশেষ সংবাদ