শাহবাগে লাগাতার কর্মসূচির ঘোষণা নিয়োগ প্রত্যাশী এনটিআরসিএ শিক্ষকদের

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ম-৫ম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদে যথাযথভাবে নিয়োগ না দেওয়ার অভিযোগ তুলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শাহবাগে কর্মসূচির ডাক দিয়েছেন তারা।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াছিন।  

তিনি বলেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।

তিনি আরও বলেন, ২০২১ সালের ৮ অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিআরসিএর আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত। গত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমলারা তার প্রতিশ্রুতি মানছেন না।

হুঁশিয়ারি দিয়ে শিক্ষক পরিষদের আহ্বায়ক বলেন, শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু করা না হলে ১০ ফেব্রুয়ারি থেকে শাহবাগে লাগাতার কর্মসূচি পালিত হবে। এনটিআরসিএর উদাসীনতার কারণে সরকারের ‘বেকারত্ব শূন্যে নামিয়ে আনার’ লক্ষ্যও ব্যাহত হতে পারে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষরের সিদ্ধান্ত ৭২ ঘণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
তিন ভাগের প্রায় একভাগ আসনে চ্যালেঞ্জের মুখে ধানের শীষ
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কতজন টিকলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের ৪ দিনের সফরসূচি ঘোষণা
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের জেলা ভিত্তিক ফল দেখুন এখানে
  • ২১ জানুয়ারি ২০২৬