সাংবাদিক নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৪:১৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২২, ০৪:১৯ PM
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও দৈনিক জনতার সহ-সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবদুর রাজ্জাককে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডিইউজে।
মঙ্গলবার (৩০ আগস্ট) ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের পাঠানো বিবৃতিতে এ নির্যাতনের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। সাংবাদিকরা দেশের সামগ্রিক পরিস্থিতির চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরবে। একজন সাংবাদিক তার পরিচয় দেওয়ার পরও সাদা পোশাকধারী একজন পুলিশ কর্মকর্তা যে অকথ্য শব্দ ব্যবহার করেছেন তা ভাষায় প্রকাশযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তার কাছ থেকে শুধু সাংবাদিক নয়, দেশের সাধারণ নাগরিকও এমন আচরণ প্রত্যাশা করেন না।
আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা
আরও বলা হয়, সাংবাদিক মুহাম্মদ আবদুর রাজ্জাককে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবার প্রতিকার চেয়ে একটি আবেদন করেছেন তিনি। অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারী ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এ বিষয়ে কঠোর হতে বাধ্য হবে।