যে দেশে গবেষণা নাই, তারা এগিয়ে যেতে পারে না

৩০ আগস্ট ২০২২, ০৪:১৭ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নানামুখী গবেষণার কারণে বিশ্ব এগিয়ে যাচ্ছে। নগরায়ন, মানব সভ্যতা এগিয়ে গেছে এই গবেষণার মাধ্যমে। যে দেশে রিসার্চ নাই, সেই দেশ এগিয়ে যেতে পারে না।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আয়োজিত গবেষণা কাজে নিয়োজিত ৬৩ কর্মকর্তাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের জন্য রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, রিসার্চ করা হয়েছিল বলেই ওষুধ তৈরি হয়েছে। একটা সময় কিন্তু কোনো ওষুধ ছিল না। অসুখ-বিসুখে কতো মানুষ মারা গেছে, তার কোনো হিসাব নেই।

জাহিদ মালেক বলেন, পার্লামেন্টে আমাদের একটি গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে, এটি হলো প্রাইভেট মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ স্থাপনের নীতিমালা, পরিচালনাসহ সার্বিক বিষয়ে। দীর্ঘদিন আমাদের চাহিদা ছিল যেন আইনটি পাস হয়, এর ফলে স্বাস্থ্যসেবার মান যেন আরও ভালো হয়, নিয়মের মধ্যে আসে এবং সাধারণ জনগণ ভালো সেবা পায়। সেই লক্ষ্যেই আইনটি করা হয়েছে। আইনটি নিয়ে সবাই খুশি হয়েছে এবং প্রধানমন্ত্রীসহ সবাই এর প্রশংসা করছেন।

তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন স্বাস্থ্য বিভাগ একটি বড় একটি বিভাগ। এটিকে নিয়ে আমাদের ব্যাপক কর্মযজ্ঞ এবং কর্মপরিকল্পনা। যেখানে তিন লাখ লোক কাজ করে শুধু সরকারি পর্যায়ে। আর এরকম বহু তিন লাখ বেসরকারি পর্যায়ে কর্মরত আছেন। স্বাস্থ্যখাতে একটি বড় বিভাগ হলো চিকিৎসা সেবা।

আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা

এরমধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। পাশাপাশি আরেকটি বিভাগ হলো স্বাস্থ্য শিক্ষা। এখানে মেডিকেল কলেজ শিক্ষা রয়েছে, পোস্ট গ্রাজুয়েশন শিক্ষা রয়েছে, এছাড়া নার্সিং, ম্যাটসসহ বিভিন্ন ভাগ রয়েছে। এর পাশাপাশি ফার্মাসিউটিক্যালস আছে, আমাদের ১০-১২টি ইন্ডাস্ট্রি আছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ।

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage