চুমু খাওয়ার ছবি ফেসবুকে, দুই স্কুল শিক্ষার্থী বহিষ্কার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

প্রেমের সম্পর্ক ছিন্ন করায়’ চুমুর ছবি ফেসবুকে প্রচারের পর গোপালগঞ্জে একটি বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত সোমবার (২২ আগস্ট) ওই দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

জেলার কোটালীপাড়া উপজেলার হিরণ পঞ্চপল্লী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মণ্ডল এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানান।

নোটিশে বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে অধ্যয়নরত দুই শিক্ষার্থীর অনৈতিক কাজে জড়িত হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের পরিবেশের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এ অপরাধে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে বিদ্যালয়ে অধ্যয়নরত অন্য শিক্ষার্থীদের সতর্ক করা হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের একাধিক শিক্ষার্থী জানান, ওই দুই শির্ক্ষথীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা তিন/ চার মাস আগে ঘুরতে যায়। সেখানে তারা তাদের একটি চুমুর ছবি তোলে। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগে তোলা চুমুর ছবিটি ছেড়ে দেয়। ছবিটি ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। অবশেষে তাদের বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল থেকে সময়িক বহিষ্কার করেছে। 

আরও পড়ুন: চার বিষয়ে ‘এ-স্টার’ পেয়ে কেমব্রিজে চান্স পেলেন মোনতাহা

সাময়িক বহিষ্কার হওয়া প্রেমিক বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে আমার চুমুর ছবিটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়িনি। কে বা কারা ছেড়েছে তা আমি জানি না।’

জানতে চাইলে হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল বলেন, ‘ওই দুই শিক্ষার্থীর চুমুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। একপর্যায়ে আমাদের কাছে ছবিটি চলে আসে। তারপর স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়। ওই দুই শিক্ষার্থীকে ক্লাসে রেখে শিক্ষকরা ক্লাস করাতে আপত্তি জানান। এ নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়। সভায় ছাত্রী এটি তার ছবি বলে আমাদের জানায়। পরে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে ওই দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূর আলম বলেন, ‘দুই শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence