মিরসরাইয়ের ট্রেন দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

০৫ আগস্ট ২০২২, ০৪:৪৭ PM
দুর্ঘটনার কবলে পড়া ট্রেন ও মারা যাওয়া শিক্ষার্থী

দুর্ঘটনার কবলে পড়া ট্রেন ও মারা যাওয়া শিক্ষার্থী © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পর্যটকবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় আহত আরও এক যুবক মারা গেছেন। টানা সাতদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে তিনি মারা যান।

নিহতের নাম তাসফির হাসান (২১)। এ নিয়ে মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বলেন, প্রথম থেকেই তাসফিরের অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। তাই তাকে আইসিইউতে নেয়া হয়। আমাদের প্রথম থেকেই শঙ্কা ছিল তাকে নিয়ে। কারণ দুর্ঘটনায় তার মাথায় ও ঘাড়ে আঘাত পায়। এর পর থেকে জ্ঞান ফেরেনি তার। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন। আজ সকাল থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। দুপুরের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ‘ওএমআর’ এর নির্দেশনা মেনেই গুচ্ছের ফল

প্রসঙ্গত, গত ২৯ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাতজনকে ভর্তি করা হয় চমেক হাসপাতালে।

ঘটনার দিন সকালে জেলার হাটহাজারী থেকে একটি কোচিং সেন্টারে পড়ুয়া শিক্ষার্থী ও ৪ শিক্ষকসহ মোট ১৮ জনের একটি দল মিরসরাই উপজেলার পাহাড়ী এলাকা খৈয়াছড়া ঝরণা দেখতে যায়। দুপুরে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম রেলক্রসিং অতিক্রমকালে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন মারা যান।

সূত্র: ইউএনবি

'জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট: জনসচেতনতা তৈরিতে যুব ও ক্রীড়া…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত দলীয় জোটের সংবাদ সম্মেলন রাত ৮ টায়
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত স…
  • ১৫ জানুয়ারি ২০২৬
চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ১৫ জানুয়ারি ২০২৬
সাত কলেজের অবরোধে আটকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, শিক্ষার্থী…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ক্ষমা চাইলেন কোয়াব সদস্য শুভ, জানালেন নতুন সময়ও
  • ১৫ জানুয়ারি ২০২৬