বাংলাদেশি স্কুল পড়ুয়া শিশুকে সম্মাননা দিলো দুবাই পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২২, ১০:২৭ AM , আপডেট: ১৭ জুন ২০২২, ১০:২৭ AM

কুড়িয়ে পাওয়া স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার কারণে সততার পুরস্কার হিসেবে আরব আমিরাতের দুবাইয়ে এক বাংলাদেশি শিশুকে সেখানকার পুলিশ সম্মাননা দিয়েছে।
১১ বছর বয়সী আফিয়া মহি এই স্কুলেরই গ্রেড ফাইভের ছাত্রী।
আফিয়ার বাবার নাম জসিম উদ্দিন। বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার মধ্যম বুড়িশ্চরে। দুই দশকের বেশি সময় দুবাইতে রয়েছেন। সেখানে তিনি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ব্যবসা করেন।
তিনি জানান, রোজার মাসে দুবাইয়ের আল তাওয়ার-১ এলাকায় নিজেদের বাসার সামনে খেলার সময় আফিয়া মহি ওই সোনার হার খুঁজে পায়। পরে মাস খানেক তারা ওই হারটির মালিকের সন্ধান করে না পেয়ে থানায় গিয়ে জমা দেন।
স্থানীয় পুলিশের ডেপুটি ডাইরেক্টর কর্নেল সাঈদ সালেম আল মাদানি সম্মাননা অনুষ্ঠানে শিশু আফিয়ার সততার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং কম্যুনিটির সবাইকে এ ধরনের সততার দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান।
স্বর্ণালঙ্কারটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা বলে সম্মাননা অনুষ্ঠানে জানানো হয়।
আফিয়ার বাবা মোহাম্মদ জসিম উদ্দিন সম্মাননা দেওয়ার জন্য দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার কন্যা কেবল তার দায়িত্ব পালন করেছে। অনুষ্ঠানে পুলিশের পদস্থ কর্মকর্তা এবং স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সততার জন্য আমিরাতে এর আগেও বিভিন্ন বাংলাদেশিদের সম্মাননা দিয়েছে সেখানকার পুলিশ ও প্রশাসন। তাদের সাথে যুক্ত হলো শিশু আফিয়ার নামও।
সর্বশেষ সংবাদ
- ‘এই পরিস্থিতি খুব বেশিদিন থাকবে না, শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন’
- আগষ্টের প্রথম সপ্তাহে এসএসসি, অক্টোবরে এইচএসসি
- ঢাবি ভর্তিযুদ্ধ: সেরার কাতারে একমাত্র মাদ্রাসা শিক্ষার্থী হাবিব
- পুলিশের ডিএসপি হলেন শাহিন আফ্রিদি!
- সাবেক ছাত্রলীগ নেতার গায়ে আগুন: হেনোলাক্সের মালিক সস্ত্রীক গ্রেফতার
- ববিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন সাবেক দুই শিক্ষার্থী
- ‘আরআরআর’ সিনেমা সমকামী প্রেমের গল্প!
- বুয়েটে প্রথম, ঢাবিতেও প্রথম তারা
- আইইউবিএটিতে বিশ্ব রেফ্রিজারেশন দিবস
- ‘শিক্ষক’ মেরুদণ্ডহীন এক পেশার নাম
- ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনার নতুন ঢেউ