কাজী নজরুল জাতীয় কবি, গেজেটের প্রয়োজন নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ  © সংগৃহীত

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তা আইনের মধ্যেই রয়েছে। তার জন্য আর আলাদা গেজেটের প্রয়োজন আছে বলে মনে হয় না। আইনই বড় গেজেটের চেয়ে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন: জাতীয় কবির ১২৩তম জন্মবার্ষিকী আজ, বিদ্রোহী কবিতারও শতবর্ষ

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে যথাযোগ্য সম্মান দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন। তাকে স্বীকৃতি দেন জাতীয় কবি হিসেবে। কিন্তু তা নিয়ে কোনো গেজেট প্রকাশ করেননি। এখন নতুন করে গেজেট প্রকাশ কবির প্রতি অবমাননা সরূপ।


সর্বশেষ সংবাদ