পুলিশ সদস্যকে থাপ্পড়ের ঘটনায় রিপোর্ট পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০১:৫৪ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২২, ০১:৫৪ PM
পুলিশ সদস্যকে থাপ্পড়ের ঘটনায় রিপোর্ট পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বুধবার (২০ এপ্রিল) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যকে থাপ্পড়ের ওই ভিডিও আমি দেখিনি। কী পরিস্থিতিতে এডিসি অন্য সদস্যকে ধাপ্পড় মেরেছেন। রমনার ডিসি যদি রিপোর্ট করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গত সোমবার দিবাগত রাতে নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।
আরও পড়ুন: পরিস্থিতি এমন থাকলে মার্কেট খুলে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযানের এক পর্যায়ে বারুদ শেষ হয়ে যাওয়ায় এডিসি হারুন পুলিশের এক সদস্যকে ধাপ্পড় মারছেন এবং কিছু একটা বলছেন- এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমের খবরেও তা প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীরা এডিসি হারুনের প্রত্যাহার দাবি করেছেন।
সে রাতের অভিযানের বিষয়ে শফিকুল ইসলাম বলেন, প্রথমে আমরা চেষ্টা করেছি, প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং ছাত্র নেতাদের মাধ্যমে ছাত্রদের ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। ব্যবসায়ীদের নেতাদের মাধ্যমে ব্যবসায়ী-শ্রমিকদের মার্কেটের ভেতর নেয়ার চেষ্টা করা হয়েছে। যখন দেখছি কেউ কথা শুনছে না তখন আমরা অ্যাকশনে গেছি। পুলিশেরও ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।