জান্নাতুল নওরিন এশা © সংগৃহীত
রাজধানীর গুলশানে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে প্রেমিক প্লাবন ঘোষকে আসামি করে গুলশান থানায় এই মামলা করা হয়।
ওই ছাত্রীর নাম জান্নাতুল নওরিন এশা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। শুক্রবার (৪ মার্চ) এশার মা ও এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার এই মামলাটি করেন।
মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।
তিনি বলেন, শুক্রবার রাতে এশার মা মামলাটি করেন। বাদীর অভিযোগ প্রেমিকের সাথে ঝগড়া করে এশা আত্মহত্যা করেছে। তাই প্লাবন ঘোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গুলশানের সুবাস্তু টাওয়ারের একটি ফ্ল্যাটে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জান্নাতুল নওরিন এশা। শুক্রবার ভোরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এশাকে মৃত ঘোষণা করেন।