অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে গণধর্ষণ

২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৩ AM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি ফটো

বাগেরহাটে স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ৪ বখাটের বিরুদ্ধে। ভুক্তভোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের।

এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: স্বপ্নের ঢাবি এখন দুঃস্বপ্ন

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা বলেন, এ ঘটনায় অভিযুক্ত কাদের মোল্লার ছেলে এজাজুল মোল্লা (২২), আজাহার শেখের ছেলে সোহেল শেখ (২২), ইউসুফ শেখের ছেলে টিপু শেখ (২৫) এবং বারেক মোল্লার ছেলে সজিব মোল্লা (২৫)। তাদের সবার বাড়ি কলমিবুনিয়া গ্রামে। তাঁরা এলাকায় বখাটে হিসেবে পরিচিত। স্থানীয় অনেক মেয়ের সঙ্গে এর আগেও তারা খারাপ ব্যবহার করেছে। আমরা অত্যাচারকারী বখাটেদের কঠোর শাস্তি চাই।

নির্যাতনের শিকার ওই কিশোরী সাংবাদিকদের বলেছে, বুধবার বাবা ও মা আমার বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার গভীর রাতে এজাজুল মোল্লা, সোহেল শেখ, টিপু শেখ ও সজিব মোল্লা জোর করে আমাদের ঘরে ঢোকে। তারা আমার গলায় ছুরি ধরে এবং দড়ি পেঁচিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। তাদের অত্যাচারে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

ওই ভুক্তভোগীর বাবা বলেন, প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা বাড়িতে আসি। মেয়ের কাছে বিষয়টি শুনে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ওকে হাসপাতালে নিয়ে আসি। আমি আমার মেয়ের ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।

আরও পড়ুন: ইউক্রেনের তরুণীদের দিকে ‘নজর’ দিয়েছে রুশ সেনারা

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, প্রাথমিক পরীক্ষায় মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, খবর শুনে নির্যাতনের শিকার মেয়েটিকে দেখতে হাসপাতালে এসেছি। তার অভিভাবকেরা যেন নির্ভয়ে মেয়েটির চিকিৎসা চালিয়ে যায়, সেটা তাঁদের বলা হয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9