আজ সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া  © সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। দীর্ঘ ৮১ দিন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যায় ছয়টায় তিনি হাসপাতাল ছাড়বেন। এ উপলক্ষ্যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানা গেছে।

খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডাম এখন সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফিরছেন।

গত বছরের ২১ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীনে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ৯ জানুয়ারি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে দেয়া হয়।

আরও পড়ুন- আইসিইউতে খালেদা জিয়া

খালেদা জিয়া বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় গত বছরের ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯ জুন বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি। পরে ১২ অক্টোবর শারীরিক অসুস্থতার জন্য তাকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। ৭ নভেম্বর তিনি বাসায় ফিরেছিলেন।

বেশ কিছুদিন ধরেই বিএনপি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন করে আসছে। নানা কর্মসূচিও পালন করছে দলটি। তাদের অভিযোগ, সরকার ইচ্ছে করেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর অনুমতি দিচ্ছে না। তবে সরকার বলছে, এটা সম্পূর্ণই আদালতের এখতিয়ার।


সর্বশেষ সংবাদ