সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি

ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত
ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত  © টিডিসি ফটো

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার পর কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে পরিদর্শক লিয়াকত ও ওসি প্রদীপকে ফাঁসি দেয়া হয়।

১৫ আসামির মধ্যে সাতজনকে খালাস দেয়া হয়। খালাস পাওয়া সদস্যদের মধ্যে অন্যতম হলেন এপিবিএন সদস্য এসআই শাহজাহান, কনস্টেবল রাজিব ও আবদুল্লাহ। এসআই নন্দদুলালসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, হত্যাকাণ্ডটি ছিলো পূর্বপরিকল্পিত। হত্যাকাণ্ডে এসআই লিয়াকত ও নন্দদুলালের সক্রিয় ভূমিকা প্রমাণিত হয়েছে।

এর আগে এদিন পৌনে ২টার দিকে ওসি (বরখাস্ত) প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। সিনহা হত্যা মামলার রায় ঘিরে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। আদালতপাড়ার প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা।

আরও পড়ুন- যেভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

এদিকে মামলার রায় ঘোষণা ঘিরে আদালতপাড়ায় উৎসুক মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকালে সিনহার বোন ও আসামিদের স্বজনরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলোচিত এ রায়কে কেন্দ্র করে সাধারণ মানুষ, আইনজীবী, পুলিশ, সাংবাদিকদের উপস্থিতিও বাড়তে থাকে। ভুক্তভোগীদের পরিবার প্রদীপের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।


সর্বশেষ সংবাদ