সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০১:১৬ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২১, ০১:১৬ PM
পিরোজপুরের নেছারাবাদে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় নিহত ছাত্রীর নাম মাইসা আক্তার (৯)। সে আকলম মুসলিম প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে নেছারাবাদ আটঘর কুড়িয়ানা সড়কে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: স্কুল-কলেজের ১৪ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে
বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসাইন।
সড়ক দুর্ঘটনায় নিহত মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির মিজান ফকিরের মেয়ে।
আরও পড়ুন: ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
প্রত্যক্ষদর্শীরা কাছ থেকে জানা গেছে, রাস্তা পারের সময় এক বেপোরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পিষ্ট হওয়ার পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টিহীন সেই চয়ন
এ বিষয় নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসাইন জানান, ঘাতক ব্যাটারিচালিত অটো গাড়ির চালক ইয়াছিন (২২) পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।