‘হাফ ভাড়া’ দিচ্ছেন শিক্ষার্থীরা

০১ ডিসেম্বর ২০২১, ০১:০৫ PM
‘হাফ ভাড়া’ দিচ্ছেন শিক্ষার্থীরা

‘হাফ ভাড়া’ দিচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজধানীতে আজ সকাল ৭টা থেকেই রাজধানীতে চলাচল করা বাসগুলোতে ‘হাফ ভাড়া’ দিতে পারছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ের ক্ষেত্রে বাসে পরিচয়পত্র দেখাতে হচ্ছে। বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে হাফ ভাড়া কার্যকর হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) থেকে ঢাকা মহানগরীতে বেসরকারি মালিকানাধীন বাসে ও সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে হাফ ভাড়া কার্যকর হয়েছে।

সকালে ভিক্টর পরিবহনের বাসে সরেজমিনে শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া নিতে দেখা গেছে। বাসটিতে উঠেছেন রাজধানীর ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী সফিক হোসেন। হাফ ভাড়া নিয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, বাসে হাফ ভাড়া দিয়েছি। বাসের হেলপার আমার আইডি কার্ড দেখতে চেয়েছে। দেখানোর পর হাফ ভাড়াই নিয়েছে।

আইডি কার্ড দেখানোর পরও যদি কোনো বাসে হাফ ভাড়া না নেওয়া হয় তবে আমরা আবার আন্দোলনে নামব বলে জানান তিনি।

হাফ ভাড়ার বিষয়ে জানতে চাইলে রজনীগন্ধা বাসের হেলপার বলেন, আমাদের বিভিন্ন পয়েন্টে চেকার আছে। তারা বাসে উঠে যাত্রী গুনে দেখে। সে সময়ই স্টুডেন্ট কারা কারা আছে সেটা জানতে চান। ওই সময় আইডি কার্ড থাকা শিক্ষার্থীদের হাফ পাস দেওয়া হয়। পরে আমরা ভাড়া তোলার সময় তাদের কাছ থেকে হাফ ভাড়া নিচ্ছি।

সারা দেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৫ নভেম্বর বিআরটিএ প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে। তখন পর্যন্ত বেসরকারি বাস মালিক নেতারা বাসে হাফ ভাড়া নেওয়ার ব্যাপারে রাজি ছিলেন না।

তারা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বলেছিলেন, সরকার ভর্তুকি না দিলে হাফ ভাড়া কার্যকর সম্ভব হবে না। তবে শেষ পর্যন্ত সরকারের একাধিক নীতি নির্ধারকের চাপে ও পরামর্শে পরিবহন মালিকদের শীর্ষ নেতারা বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ঢাকায় চলাচল করা বাসে শিক্ষার্থীদের ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা দেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে গত ২৯ নভেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

বিআরটিসির গণপরিবহনে সকাল ৭টা এবং সাধারণ গণপরিবহনে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে।

হাবিপ্রবির এক আসনের বিপরীতে লড়বেন ৫২ ভর্তিচ্ছু
  • ১৩ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9