হাফ পাশের দাবিতে পুরান ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

২৭ নভেম্বর ২০২১, ০১:৫০ PM
রায়সাহেব বাজার মোড় বন্ধ করে স্লোগান দেয় শিক্ষার্থীরা

রায়সাহেব বাজার মোড় বন্ধ করে স্লোগান দেয় শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাশ নিশ্চিতের দাবিতে রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় পুরান লক্ষীবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাখারী বাজার মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।

এসময় ২০ মিনিটের মত রায়সাহেব বাজার মোড় বন্ধ করে স্লোগান দেয় শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা পুলিশের গাড়ি, সদরঘাটগামী বাসগুলোর লাইসেন্স চেক করে।

শিক্ষার্থীরা জানান, সরকারের কাছে আমাদের দাবি আমাদের জন্য হাফ পাশ নিশ্চিত করতে হবে। আমাদের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করা হয়, মেয়ে শিক্ষার্থীদের লাঞ্চিত করা হয়, আমাদের দেখলে বাসের দরজা বন্ধ করে দেয়া হয় এগুলো অতিসত্বর বন্ধ করতে হবে।

তারা আরও বলেন, শুধু বিআরটিসি বাসে হাফ দেয়া হয়েছে এতে আমাদের কোন লাভ হয় নাই কারণ সদরঘাটে বিআরটিসি এর কোন বাস আসে না। তাই উন্নত দেশগুলোর মত সবধরণের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাশ নিশ্চিত করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নটরডেম কলেজ ছাত্র নাইমসহ সড়কে শিক্ষার্থী মৃত্যুর দ্রুত বিচারের দাবি জানান।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬