হাফ ভাড়া দিতে চাওয়ায় ঘাড় ধাক্কায় নামালো শিক্ষার্থীকে, অর্ধশত বাস আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০৩:২২ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২১, ০৩:২২ PM
এক শিক্ষার্থীর হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগে রাইদা পরিবহনের প্রায় অর্ধশত বাস আটকে রাখেন তার সহপাঠীরা। আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে ওই শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি।
এই ঘটনায় ওই সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইদা পরিবহনের একটি বাস বিটিভি ভবনের সামনে আসলে ওই বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলে। এসময় চেকার তা নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। তখন ওই শিক্ষার্থী তার আশপাশের সহপাঠীদের ফোন দিয়ে বিষয়টি জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনের প্রায় অর্ধশত বাস আটকে দেয়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুপুরে এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যায়। পরবর্তীতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। বাস কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিয়ে বিষয়টি সমাধানে আলোচনা করবে বলেও জানান তিনি।