পাঠাওয়ের নতুন সিইও হলেন ফাহিম

০১ নভেম্বর ২০২১, ০২:৫৪ PM
পাঠাওয়ের নতুন সিইও ফাহিম

পাঠাওয়ের নতুন সিইও ফাহিম © সংগৃহীত

দেশীর জনপ্রিয় রাইড শেয়ারিং পাঠাওএর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ফাহিম আহমেদের নাম ঘোষণা করেছে। চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে ২০১৮ সালে পাঠাওয়ের যোগ দেওয়া ফাহিম কোম্পানির এমডির দায়িত্বে পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ ইলিয়াসের স্থলাভিষিক্ত হয়েছেন।

পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে এই পরিবর্তন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতদিন পাঠাওয়ের নেতৃত্ব দিয়ে আসা ইলিয়াস কোম্পানির পরিচালনা পর্ষদে থাকবেন। পাশাপাশি কোম্পানির ‘সিনিয়র অ্যাডভাইজার’ হিসেবে একটি নতুন পদ দেওয়া হয়েছে তাকে।

২০১৫ সালে ডেলিভারি সেবা শুরু করা পাঠাও পরের বছর রাইড শেয়ারিং সেবায় এসে দ্রুত জনপ্রিয়তা পায়। এখন ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস খাতেও সেবা দিচ্ছে এ কোস্পানি। সব মিলিয়ে পাঠাওয়ের গ্রাহক সংখ্যা এখন ৮০ লাখের বেশি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাঠাওয়ের নতুন এমডি ফাহিম আহমেদ ২০২০ সালের মাঝামাঝি সময় থেকে প্রেসিডেন্ট হিসেবে কোম্পানির দৈনন্দিন কার্যক্রম, জিটাল সেবা, ব্যবসা কৌশল নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে আসছিলেন। মহামারীর মধ্যে গত এক বছরে পাঠাওয়ের কার্যক্রমের ‘ব্যাপক বিস্তৃতি’ ঘটেছে এবং আয়ে ‘রেকর্ড প্রবৃদ্ধি’ হয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে।

নতুন সিইও ফাহিম আহমেদ বলেন, সামনের দিনগুলোতে আমাদের জন্য রয়েছে বিপুল সম্ভাবনা। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে আমাদের দ্রুত এগোতে হবে, মনোযোগ দিতে হবে এবং দিন বদলাতে হবে। পাঠাও এর অসাধারণ উদ্যোগী এই টিমের নেতৃত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ।

শামীম-সাব্বিরের লড়াইয়েও হারল ঢাকা
  • ০১ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন কবে, যা বলছে মাউশি
  • ০১ জানুয়ারি ২০২৬
দশম শ্রেণির ছাত্র শাওন হত্যায় দুই সহপাঠী আটক
  • ০১ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা এলাকায় ‘মব’ সৃষ্টি করে আইনজীবীকে পিটিয়ে হত্যার অভি…
  • ০১ জানুয়ারি ২০২৬
মায়ের পথচলা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • ০১ জানুয়ারি ২০২৬
পটুয়াখালী জেলা পরিষদে চাকরি, আবেদন শেষ ১১ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!