পরীর জন্য বিনা পয়সায় লড়বেন সুপ্রিম কোর্টের একদল আইনজীবী

২৩ আগস্ট ২০২১, ০৫:৪৭ PM
আদালতে পরী মণি

আদালতে পরী মণি © ফাইল ফটো

চিত্রনায়িকা পরী মণির পক্ষে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে থাকবেন সুপ্রিমকোর্টের একদল আইনজীবী।

রোববার এক ফেসবুক পোস্টে এমনটাই জানান এই আইনজীবী। তিনি লিখেছেন, ‘পরিমনির মামলা বিনা পারিশ্রমিকে করার সিদ্ধান্ত নিয়েছি। যারা সঙ্গে থাকতে চান, থাকবেন।’

জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, ‘পরীমনির পক্ষে বিনা পয়সায় আইনি লড়াই করব। আমার সঙ্গে একদল আইনজীবী থাকবেন। আইনজীবী দলে রয়েছেন- অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, মাহরিন মাসুদ ভূইয়া, আয়েশা আক্তার, রোহানী সিদ্দিকা, রোহানী ফারুক খান, দেবজিৎ দেবনাথ, মশিউর রহমান রিয়াদ, মানবেন্দ্র রায় মণ্ডল, নাজমুস সাকিব, ইয়াসমিন ইতি প্রমুখ।’

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

পরীমণির বর্তমান আইনজীবী মুজিবর রহমানের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন জেড আই খান পান্না। সংবাদমাধ্যমকে তিনি তা জানিয়েছেন।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহযোগীকে আটক করে র‍্যাব। এ সময় তাঁর বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দপ্তরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীর বিরুদ্ধে মামলা করে। তিন দফা রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

দেশের ইতিহাসে স্বর্ণের দামের নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিজ্ঞানসম্মত যে পাঁচ অভ্যাস দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের চাবিকা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কথাবার্তা যত কম, ততো ভালো- ব্যারিস্টার রুমিন ফারহানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
সরকারি ৩৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছেন ১০৮ শিক্ষার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা, সভা শু…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage