শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা, জানা যাবে বুধবার

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন  © প্রতীকী ছবি

মহামারি করোনাভাইরাসের চলমান লকডাউনের মধ্যে আগামী ২৯ মে পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কিনা সে বিষয়ে বুধবার (২৬ মে) জানা যাবে।

এদিন বেলা ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে আসছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

আজ সোমবার (২৪ মে) তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ