উন্মুক্ত স্থানে নয়, মসজিদেই ঈদের জামাত

ঈদের নামাজ
ঈদের নামাজ  © ফাইল ফটো

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার (১৪ মে) ঈদুর ফিতর উদযাপন করা হবে। এদিকে উন্মুক্ত স্থানে নয়, স্বাস্থ্যবিধি মেনে এবারও ঈদের জামায় মসজিদেই আদায় করতে হবে মুসল্লিদের।

বুধবার (১২ মে) সন্ধ্যা জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এর আগে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা করোনা সংক্রমণ রোধে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দেন।

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, গত ২৬ এপ্রিল ঈদের নামাজ আদায়ের জন্য আমরা একটি নির্দেশনা দিয়েছিলাম। সেটিই বহাল থাকবে। স্বাস্থ্যবিধি মেনে এবারও ঈদের জামাত মসজিদেই আদায় করতে হবে।


সর্বশেষ সংবাদ