পহেলা বৈশাখ আজ, নেই পরিচিত উৎসবের রং

১৪ এপ্রিল ২০২১, ০৮:১০ AM
করোনার কারণে আজ হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা

করোনার কারণে আজ হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা © ফাইল ফটো

‘এসো হে বৈশাখ এসো এসো... মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ করোনার মধ্যে আরও একবার এসেছে বৈশাখ। এবারও বৈশাখ উৎসবহীন। গত বছরের মতো ঢাকের বদলে আজও চারদিকে বাজছে মৃত্যুর বাজনা। ফলে বাঙালির জীবন উৎসবের পরিবর্তে তছনছ হয়ে গেছে। আজই শুরু হয়েছে কঠোর লকডাউন। তবুও আজ পুরনো বছরের জীর্ণকে পেছনে ফেলে নতুনভাবে শুরুর সংকল্প নেবে বাঙালি।

আজ পহেলা বৈশাখ। বাঙালির নতুন বছরের প্রথম দিন। সূচনা হলো বাংলা ১৪২৮ সালের। তবে এদিনে সবার জীবন অবরুদ্ধ গরে। ঘরে বসে এবার পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। আজ বাসায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাটবে দিনটি। 

দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি বলেছেন, বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন ও সর্বজনীন। বাঙালির এক আনন্দ-উজ্জ্বল মহামিলনের দিন।  এ দিনে রাষ্ট্রপতি সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন। এদিন সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে। সারা বছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতা ভুলে সবাইকে নব-আনন্দে জেগে ওঠার আহবান জানান তিনি। সবাইকে সীমিতভাবে জনসমাগম এড়িয়ে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে বাংলা নববর্ষ উদযাপনেরও আহবান জানান প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনার কারণে এবার শারীরিক উপস্থিতির কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। রমনার বটমূলে থাকবে না ছায়ানটের বর্ষবরণ। চারুকলায় থাকছে না মঙ্গল শোভাযাত্রা। আর উদীচী, খেলাঘর, গ্রুপ থিয়েটার ফেডারেশন, ছায়ানটসহ বিভিন্ন সংগঠন এবারও উদযাপন থেকে নিজেদের বিরত রাখছে।

সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেল এ উপলক্ষ্যে প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। এছাড়া সংবাদপত্রগুলো প্রকাশ করেছে ক্রোড়পত্র। এদিন সব কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হবে।

জানা গেছে, ছায়ানট তাদের ইউটিউব চ্যানেলে স্বল্প পরিসরে অনুষ্ঠান করবে। রেকর্ড করা এক ঘণ্টার অনুষ্ঠানমালা সকাল ৭টায় বাংলাদেশ টেলিভিশন প্রচার করবে। একইসাথে ছায়ানটের ইউটিউব চ্যানেলেও (youtube.com/ ChhayanautDigitalPlatform) অনুষ্ঠানটি দেখা যাবে।

এবার মঙ্গল শোভাযাত্রা করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তবে নিজেদের তৈরি বিভিন্ন প্রতীক ও মোটিভ গণমাধ্যমে প্রচারের জন্য অনুষদে প্রদর্শন করবে। এদিকে সকাল ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ফেসবুক পেজে সরাসরি ‘নববর্ষ বরণ ১৪২৮’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি উপভোগ করা যাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের ফেসবুক পেজে (https://www.facebook.com/ liberationwarmuseum.official)।

ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। তাদের ফেসবুক পেজের এই আয়োজনে অংশ নেবেন- শিল্পী রফিকুল আলম, সুজিত মোস্তফা, বিশ্বজিৎ রায়, অনুপমা মুক্তি ও শাহনাজ বেলী। অনুষ্ঠান। দেখা যাবে এই ঠিকানায় - (https://www.facebook.com/ groups/2635285070125355)।

যশোরে ম্লান নববর্ষ উৎসব : যশোর ব্যুরো জানায়, এবার করোনার দ্বিতীয় ঢেউ ‘লকডাউনে’ ঘোষণায় ম্লান হলো নববর্ষ উৎসব। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু জানান, বৈশাখের অনুষ্ঠান ঘিরে দেড়-দু’মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। কিন্তু করোনার সেকেন্ড ওয়েব মোকাবিলায় সব আয়োজন ভেস্তে গেছে।

চাঁদেরহাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি বিধিনিষেধ মেনে গত বছরের মতো এবারো বাংলা বর্ষবরণ উৎসব আমরা করছি না। সুরবিতান সংগীত একাডেমি যশোরের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস জানান, খোলা ময়দানে এবারো নববর্ষের অনুষ্ঠান করব না; তবে অনলাইনে এ উৎসব আয়োজন করা হবে।

দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও একটিও হয়নি, যে হুশিয়ারি দিলে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চার সন্তানের তিনজনই বিসিএস ক্যাডার—শ্রেষ্ঠ মা তিনি হবেন না …
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, দুপুরে আদেশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9