লকডাউনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা
বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা  © সংগৃহীত

লকডাউনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার ( ৬ এপ্রিল) সকালে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া ব্যবসায়ীরা জানান, মার্চে যখন করোনার সংক্রমণ ঊর্ধ্বগামী হতে শুরু করল, তখন সরকার তাদের সতর্ক করলেও পারত। সেটি না করে হঠাৎ করেই লকডাউন ঘোষণা করায় ব্যবসায়ীদের এখন পথে বসতে হয়েছে। পুরাতন ক্ষতি পুষিয়ে না উঠতেই নতুন করে আবার লকডাউন দেয়া হলো। এটি মানা যায় না।

বিক্ষোভ কর্মসূচি শেষে দুপুরে তারা একটি মিছিল বের করে। মিছিল নিয়ে ব্যবসায়ীরা স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের কার্যালয়ে যান। সেখানে বাহাউদ্দিন তাদের বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করনতে বলেন। এর ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানান।


সর্বশেষ সংবাদ