শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৪:৩৯ PM , আপডেট: ২১ মার্চ ২০২১, ০৪:৩৯ PM
মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজ শিক্ষকরা। আজ রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচি পালিত হয়।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন। শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল আঞ্চলিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।
সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ হানিফ হোসেন, পটুয়াখালী জেলার প্রতিনিধি অধ্যক্ষ আব্দুস সালাম, বরগুনা জেলার উপাধ্যক্ষ আব্দুল হালিম প্রমুখ।।
বক্তারা মুজিব জন্মশতবর্ষে শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে একই দাবিতে শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।