চেয়ার-টেবিল চুরির মামলায় জাফরুল্লাহকে অব্যাহতি

ডা. জাফরুল্লাহ চৌধুরী
ডা. জাফরুল্লাহ চৌধুরী  © ফাইল ছবি

সাভারের আশুলিয়ায়ে একটি কলেজে ভাঙচুর এবং চেয়ার, সিলিং ফ্যান ও কম্পিউটার চুরির মামলার অভিযোগ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। পুলিশের তদন্তে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি ।

চার্জশিটে গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশিরসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেছেন মামলার বাদী মোহাম্মদ আলী।

বুধবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন মামলার বাদী মোহাম্মদ আলী। আগামী ২৬ জানুয়ারি নারাজি আবেদন ও চার্জশিট গ্রহণের জন্য শুনানির দিন ধার্য করেছেন আদালত বলেও জানান তিনি।

তিনি বলেন, সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। তিনি খবর পেয়ে চার্জশিট দাখিলের পরই বাদী আদালতে নারাজি দিতে সময়ের আবেদন করেন।


সর্বশেষ সংবাদ