উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল উত্তরা

০৬ অক্টোবর ২০২০, ০৫:৫৫ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় সংঘটিত হওয়া ধর্ষণের ঘটনায় অভযেুক্তদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানীর উত্তরা এলাকা।  মঙ্গলবার (৬) অক্টোবর ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষেোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা দুপুরে হাউজ বিল্ডিং চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পরে মাঝ রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চারিদিকে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তবুও কেন সংশ্লিষ্টরা নীরব হয়ে বসে আছেন। আমরা প্রত্যেকটি নারী নির্যাতন ঘটনার সুষ্ঠু বিচার চাই। যতদিন পর্যন্ত নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। যার ফলে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট তৈরি হয়েছে।

উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক বলেন, 'মহাসড়ক ছেড়ে শিক্ষার্থীদের অনুরোধ করেছি। যানবাহন কিছুটা ধীর গতিতে চলছে। যত দ্রুত সম্ভব চেষ্টা করছি রাস্তা ফাঁকা করে দেওয়ার।'

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬