ট্রেনে চড়বে কোরবানির পশু

  © ফাইল ফটো

দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ট্রেনে কোরবানির পশু পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। খামারি ও পশু ব্যবসায়ীদের সহযোগিতা করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলন করে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন একথা জানান।

রেলমন্ত্রী বলেন, পশু ব্যবসায়ী ও খামারিদের পরিবহনের সহযোগিতা করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। দেড় থেকে দুই হজার টাকার মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গরু পরিবহন করা যাবে। মিটারগেজের একটি ওয়াগনে ১৬টি গরু এবং ব্রডগেজের একটি ওয়াগনে ২০ থেকে ২৫টি গরু পরিবহন করা যাবে। গরু ছাড়াও ছাগল ও মহিষ পরিবহস করা যাবে। তবে উট পরিবহন করা যাবে না।

আগ্রহী ব্যবসায়ীগণকে রেলওয়ের কন্ট্রোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ৩১ মে থেকে দেশে গণপরিবহন চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করার পর যাত্রীবাহী ট্রেন সীমিত আকারে চালু হয়। প্রথমে ১৯ জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। তবে যাত্রীর অভাবে দুটি ট্রেন বন্ধ হয়ে যায়। এখন ১৭ জোড়া ট্রেন চলাচল করছে। স্বাস্থ্যবিধি মেনে চালানোর লক্ষ্যে অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি হচ্ছে।


সর্বশেষ সংবাদ