করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী

  © ফাইল ফটো

দেশে জ্যামিতিক হারে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য মতে চলতি বছর দেশে ২৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

হেলথ ইমার্জেন্সির তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে বিভিন্ন হাসপাতালে ১৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।যদিও ফেব্রুয়ারিতে সে সংখ্যা কমে ৪৫ জনে দাঁড়ায়। এছাড়া মার্চে ২৭ ও চলতি এপ্রিল মাসে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, এপ্রিল থেকে ডেঙ্গুর পিক মৌসুম শুরু হয়, চলে অক্টোবর পর্যন্ত। এ সময় প্রচণ্ড গরমের পর হঠাৎ থেমে থেমে স্বল্পমেয়াদি বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভার প্রজনন সক্ষমতা খুব বেশি মাত্রায় বৃদ্ধি পায়। ফলে এডিস মশার বিস্তারও ঘটে বেশি।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত হাসপাতালে ভর্তি সর্বমোট ২৮৯ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ১৬২ এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬৩ এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৬৪ রোগী ভর্তি হন।হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে প্রায় সকলেই চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সর্বশেষ সংবাদ