ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সহপাঠীদের বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ০৩:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০১৯, ০৩:৫৫ PM
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যুর পর সকড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে তার সহপাঠীরা।
নিহত তাসলিমুল হাসান ইফাত (১২) সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে এবং খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বাবা বেলাল ও মা মুনজিরা খাতুনের ৬ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর থেকেই নানা অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার ইব্রাহীমের বাসায় থেকেই লেখাপড়া করছে ইফাত। গত বছর জামান মডেল স্কুল থেকে পিএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন) পায় ইফাত। পড়ালেখার পাশাপাশি ছবি আঁকাতে পারদর্শী ছিল সে। ইফাতের ইচ্ছা ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করার, সে আশা পূরণ হতে দিলো না ঘাতক ট্রাক।
জয়পুরহাট সদর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, পৌর শহরের খঞ্জনপুরে জয়পুরহাট-ধামইরহাট সড়কে বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনার পর এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।
ওসি বলেন, ‘তাসনিমুল বাসা থেকে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল।পথে ধামইরহাটগামী একটি সার বোঝাই ট্রাক তাসনিমুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এ খবর ছড়িয়ে পড়লে তাসনিমুলের সহপাঠী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ গিয়ে ট্রাক চালককে গ্রেপ্তারের আশাস দিলে ১১টার দিকে তারা অবরোধ তুলে নেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।