শখ পূরণ করার একদিন পর দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

১৮ আগস্ট ২০১৯, ০৩:৩৪ PM

© সংগৃহীত

দীর্ঘদিন পরে বিদেশ থেকে বাবা ফিরেছে। তাই ছেলে বায়না ধরেছে তাকে মোটরসাইকেল কিনে দিতেই হবে। ছেলের শখ পূরণ করলেন বাবা। কিন্তু শখ পূরণ করার পরই হারিয়ে ফেললেন প্রিয় সন্তানকে। মোটরসাইকেল কিনে দেয়ার একদিন পরই দুর্ঘটনায় প্রাণ হারালেন তার সন্তান।

এমননি এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। রোববার (১৮ আগস্ট) সকালে লক্ষ্মীপুর শহরের জেবি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ইব্রাহিম (১৭)। ইব্রাহিম দালালবাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিদেশ ফেরত বাবার কাছে ইব্রাহিম মোটরসাইকেলের জন্য আবদার করে। ঠিকমতো চালাতে না পারলেও আবদার রক্ষায় আবুল খায়ের ছেলেকে শনিবার বিকালে নতুন একটি মোটরসাইকেল কিনে দেন। সকালে ওই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ইব্রাহিম। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের ওপর পড়ে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অসচেতনতাকে দায়ী করেছেন ওসি।

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬