যশোরে বিএনপির নেতাকে হাতুড়িপেটা
- বেনাপোল (যশোর) প্রতিনিধি
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ PM
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমানকে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার নায়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ফয়জুর রহমানের স্ত্রী তানজিলা খাতুন দুপুরে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি একই এলাকার পাঁচজনকে অভিযুক্ত করেছেন।
অভিযুক্তরা হলেন ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের নওশের আলীর ছেলে মুজিবর রহমান (৪৫), সামাদ সরদারের দুই ছেলে খাইরুল ইসলাম (৩৫) ও জাহারুল ইসলাম (৫০), হযরত আলীর ছেলে সাজু হোসেন (৪০) ও আনছার আলীর ছেলে আমির আলী (৩৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা সবাই ফয়জুর রহমানের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নায়ড়া বাজারের রাস্তায় ফয়জুর রহমানকে দেখতে পেয়ে অভিযুক্তরা তাকে অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। এ সময় তিনি গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ফয়জুর রহমানের মাথার চুল ধরে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হাতুড়ি ও লোহার রড দিয়ে তার হাত ও কোমরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জালাল আলম বলেন, এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।