একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ PM
একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, সেখানে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনায় বক্তব্য দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
এর আগে বিকেল সাড়ে তিনটার পর পৌঁছায় তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান।
পরে বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানমঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে রয়েছেন। মঞ্চে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।