রাতে কমিটি অনুমোদন, সকালেই পদত্যাগ এনসিপি নেতার 

রনি মোল্যা
রনি মোল্যা  © সংগৃহীত

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটি অনুমোদনের পরদিনই পদত্যাগ করলেন রনি মোল্যা নামের এক সদস্য। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি নিজের সিদ্ধান্ত জানান।

কেন্দ্রীয় কমিটি সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। কিন্তু সেই কমিটিতে নিজের অবস্থান নিয়ে আক্ষেপ প্রকাশ করে পদত্যাগ করেন রনি মোল্যা।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি রনি মোল্যা ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম সদস্য সচিব পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করি এবং এরপর যখন জাতীয় নাগরিক কমিটি হয় তখন নগরকান্দা উপজেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি। তারপর ফরিদপুর জেলা সমন্বয় কমিটি হলে সেখানে সদস্য পদে দায়িত্ব পালন করে গিয়েছি; কিন্তু গতকাল ৮ ডিসেম্বর রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, সেখানে আমাকে ৬ নম্বর সদস্য পদে রাখা হয়েছে। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

পদত্যাগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে রনি মোল্যা বলেন, আমাকে অবগত না করে ওই কমিটিতে আমাকে ৬ নম্বর সদস্য রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। আমি মনে করি আমাকে যথার্থ সম্মান দেওয়া হয়নি এবং আমি আমার একান্তই কিছু বিষয় নিয়ে চিন্তিত, যার কারণে আমি আমার পদ থেকে পদত্যাগ করেছি।

ফরিদপুর জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির দুই নম্বর যুগ্ম আহ্বায়ক এসএম জাহিদ বলেন, রাজনীতিতে সবার ব্যক্তি স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পদত্যাগপত্র হাতে পাইনি, তবে শুনেছি। একজন যদি পদে না থাকতে চায় তাহলে তো তাকে জোর করে রাখা সম্ভব নয়। এটি তার ব্যক্তিগত বিষয়। এতে দল ও জেলা কমিটির কোনো ক্ষতি হবে না।

ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence