রাজধানীর লিং রোড এলাকায় ভবন হেলে পড়ে © ফেসবুক থেকে নেওয়া
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ভারতের মেঘালয় নিকটবর্তী এলাকা। এমন তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড. হুমায়ুন আখতার।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সারাদেশের জনমনে আতঙ্ক তৈরি দেখা দিয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন বাসা থেকে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।
এদিকে ভয়াবহ ভূমিকম্পে রাজধানীর বাড্ডা এলাকার লিংক রোড এলাকায় একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান। তিনি তার নিজ ফেসবুক আইডিতে বহুতল ভবন হেলে পড়ার একটি ভিডিও শেয়ার করেছেন।