ভোলায় ৫০ কেজি ওজনের বিরল কচ্ছপ উদ্ধার

উদ্ধারকৃত কচ্ছপ
উদ্ধারকৃত কচ্ছপ  © টিডিসি ফটো

ভোলায় উপকূলীয় বন বিভাগ বিরল প্রজাতির একটি বিশালাকৃতির কচ্ছপ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ এলাকায় রাস্তায় পড়ে থাকা একটি বস্তা থেকে স্থানীয়রা কচ্ছপটি প্রথম দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তায় পড়ে থাকা বস্তা দেখে সন্দেহ হলে কয়েকজন সেটি খুলে দেখেন ভেতরে প্রায় ৫০ কেজি ওজনের বিশাল কচ্ছপ। ধারণা করা হচ্ছে—রাতের অন্ধকারে একটি পাচারকারী চক্র কচ্ছপটি পরিবহনের সময় বাহন থেকে পড়ে যায় বা ইচ্ছাকৃতভাবে ফেলে যায়। পরে স্থানীয়রা প্রাণীটিকে নিরাপদে রেখে বন বিভাগকে খবর দেন।

আরও পড়ুন: ‘এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে’— হামলার আগে ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল

উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া কচ্ছপটি অত্যন্ত বিরল এবং বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতির অন্তর্ভুক্ত। তিনি বলেন, ‌‘কচ্ছপটি আহত না হলেও বেশ দুর্বল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই-একদিন পর্যবেক্ষণে রেখে সুস্থ হলে প্রকৃত পরিবেশে অবমুক্ত করা হবে।’

ঘটনাস্থলে কচ্ছপটি দেখতে স্থানীয়দের ভিড় জমে। পরিবেশবিদরা মনে করছেন, এই উদ্ধার অভিযান বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ সংবাদ