‘ত্যাগী নেতারা জিম্মি’— অভিযোগ তুলে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা

 আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা আবু বকর সিদ্দিক
আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা আবু বকর সিদ্দিক  © টিডিসি

আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কের উপজেলা জামায়াত কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং সদস্য ফরম পূরণ করেন।

জানা গেছে, হাসপাতাল সড়কের বাসিন্দা আবু বকর সিদ্দিক (জসিম) ২০০৫ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ ২০ বছর তিনি যুবদল ও কৃষকদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ সময়ে ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি ৮টি মামলার আসামি হন। তবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের “দানবীয় কর্মকাণ্ডে” ক্ষুব্ধ হয়ে বিএনপি ছাড়েন বলে অভিযোগ করেন।

আবু বকর সিদ্দিক (জসিম) ফকির জানান, বিএনপিতে নিয়ম-শৃঙ্খলা নেই, ত্যাগী নেতারা জিম্মি। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতি করার জায়গা নেই। তাই আমি বিএনপি থেকে অব্যাহতি নিয়েছি। জামায়াতের আদর্শ আমাকে আকৃষ্ট করেছে বলেই আমি যোগ দিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইলিয়াস হোসাইন বলেন, জামায়াত একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। যে কেউ আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগ দিতে পারে।

অন্যদিকে উপজেলা যুবদল আহ্বায়ক কবির উদ্দিন ফকির বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। কেউ ভালোবেসে যোগ দেবে, কেউ হয়তো চলে যাবে— এতে বিএনপির কিছু যায় আসে না। দলে দানবীয় শক্তি বলে কিছু নেই, এগুলো মনগড়া কথা।


সর্বশেষ সংবাদ