পুকুর থেকে প্রবাসীর ভাসমান মরদেহ উদ্ধার
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলোকদিয়া গ্রামে পুকুর থেকে ভাসমান অবস্থায় খলিলুর রহমান নিকেল (৪৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম খলিলুর রহমান নিকেল (৪৫)। তিনি ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে আলোকদিয়া মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে এলাকাবাসী ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। কাছে গিয়ে তারা মরদেহটি খলিলুর রহমান নিকেলের বলে শনাক্ত করে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন নিহত নিকেল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার। ছুটিতে বাড়ি ফিরে এমন করুণ পরিণতির শিকার হওয়ায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফুলপুর থানা পুলিশ। তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনেউদ্ঘাটনে