‘যারা মনে করে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে তারা বোকার স্বর্গে বাস করছে’

০৫ আগস্ট ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
মাসুদ বিন সাঈদী

মাসুদ বিন সাঈদী © টিডিসি

জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাঈদি পুত্র মাসুদ বিন সাঈদী বলেছেন, বিগত ফেসিস্ট সরকারের জেল জুলুম অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল সেখান থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী গত পনেরো বছর বাংলাদেশে একটি রাষ্ট্র সংস্কারমূলক ও গঠন মূলক নির্বাচনের জন্য আন্দোলন করেছিলো। এরই ফলপ্রসূতিতে ৫ই আগস্ট এসেছে বাংলাদেশ কে নতুন করে বিনির্মাণের জন্য। যারা এখনো মনে করে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে তারা বোকার স্বর্গে বাস করছে। মঙ্গলবার ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজন এক আনন্দ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মিছিলে আসলে যাদের লিস্ট তোমার করছো তোমরা জেনে রাখো তোমাদের লিস্টও আমরা করছি। গত ১৭ বছর রাজাকার রাজাকার করতে করতে আমছালা হারিয়ে তারা এখন ভারতে, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি আওয়ামী লীগের পথ ধরে এখন কিছু লোক এই  রাজাকার রাজাকার ব্যবসা শুরু করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের নামে যে বিচার শুরু করেছিলো সম্পূর্ণ বিচারটা ছিল একটা সাজানো নাটক। হাজারো খুনের অপরাধ এই হাসিনা তার কোন মাফ হতে পারে না সরকারকে বলছি তাকে বন্দি বিনিময়ের মাধ্যম ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কিছু লোক গায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে কিন্তু আমরা উত্তেজিত হবো না ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।

এরআগে সকাল ১০টায় এক আনন্দ মিছিল আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য এবং জামায়েত ইসলামী পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি  জহিরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, বাংলাদেশ জামায়েত ইসলামী পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামাতে ইসলামী পিরোজপুর পৌর আমীর মাওলানা ইসহাক আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেনসহ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

 

 

গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৪ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9