ঈদের সকালে আগুনে পুড়ল ঘর, দগ্ধ বাবা-মেয়ে
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
পবিত্র ঈদুল আজহার সকালে চট্টগ্রামের আনোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এক বাবা ও তার মেয়ে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের বসতঘর ও মালামাল। শনিবার (৭ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা হলেন বাড়ির মালিক জানে আলম ও তার কন্যা।
স্থানীয়রা জানান, ঈদের সকালে হঠাৎ আগুন দেখতে পান তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ঘরটি তখন পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের একজন সদস্য বলেন, স্থানীয়রা আগুন নিভে গেছে বলায় আমরা ফিরে আসি। তবে এর আগে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঈদের আনন্দের দিনে এমন দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।