ঈদুল আজহায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কতদিন?

১০ মে ২০২৫, ১০:২৭ AM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৮:৩২ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হচ্ছে আগামী ১ জুন থেকে। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী এ ছুটি চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। সে হিসেবে এবার ঈদ ও গ্রীষ্মকালীন মিলিয়ে ১৯ দিন বন্ধ থাকবে স্কুল। অন্যদিকে কলেজে ছুটি শুরু হবে ৩ জুন যা চলবে ১২ জুন পর্যন্ত।

স্কুল-কলেজে দীর্ঘ ছুটির কারণে আগামী ১৭ ও ২৪ মে দুই শনিবার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে।

ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।

‘এমতাবস্থায় আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’ বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ঘর-বাড়ি নেই, সাড়ে ৪ লাখ ঋণ থাকা শফিকুল ইসলাম মাসুদের মোট সম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাযায় জামায়াত আমিরের অংশগ্রহণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’: ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিদ্রোহী প্রার্থী রুমিনা ফারহানা বললেন—‘এই আপসহীনতা নেত্রীর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পেশায় ব্যবসায়ী নুর, বার্ষিক আয়ে ছাড়িয়ে গেলেন তারেক-শফিকুর-ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫