গণপিটুনিতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ৫

০৪ মার্চ ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সাতকানিয়া উপজেলায় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন। সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেজাম উদ্দিন ও আবু ছালেক।

গুলিবিদ্ধ পাঁচজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে।  

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘স্থানীয় লোকজনের ভাষ্যমতে ১৫/১৬ জন সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় অস্ত্রসহ ডুকে পড়লে স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে তাদের গণপিটুনি দেয়। এ সময় ডাকাতদের ছুড়া গুলিতে ৫জন আহত হন। একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।’

আরো পড়ুন: সরকারি প্রাথমিকে ৬৫৩১ শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন আজ

দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। তিনি জানান, আমরা দুজনের মরদেহ পেয়েছি। বিষয়টি পুরোপুরি এখনো ক্লিয়ার হতে পারিনি। কী কারণে এই ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহতদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে। যেটি থানা থেকে লুট করা বলে ধারণা করা হচ্ছে

এদিকে ঘটনাস্থল থেকে আহত পাঁচজনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

চমেক হাসপাতাল কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানান, হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে আনা হয়েছিল। তাদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি।   

ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। একপক্ষ জানিয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকে কতিপয় ক্যাডাররা। সোমবার দিবাগত রাতে নেজামদের ছনখোলা এলাকায় ডেকে নিয়ে যায় একটি পক্ষ।

আধিপত্য বিস্তার নিয়ে সাতকানিয়ায় প্রভাবশালী একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের দু’পক্ষের মধ্যে প্রথমে গোলাগুলি হয়। পরবর্তীতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে একটি পক্ষ তাদের ওপর হামলা করে। এসময় নিহতরাও গুলি ছোড়েন। তবে একপর্যায়ে গণপিটুনিতে তারা নিহত হন।  

আরেকপক্ষের দাবি, একদল ডাকাতকে স্থানীয় জনতা ঘিরে ফেললে তারা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর জনতা দুজনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যান।

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকায়, আসনপ্রতি লড়বে…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে দুদিনের কর্মসূচি, বিজ্ঞপ্তি …
  • ১৮ জানুয়ারি ২০২৬
একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ১৮ জানুয়ারি ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9