লেবুর দাম বেড়ে তিন গুণ, বেগুন চড়া—ছোলা চিনি খেজুরে স্বস্তি

বাগেরহাটের বাজারে বেগুন ও লেবুর দাম বেড়েছে
বাগেরহাটের বাজারে বেগুন ও লেবুর দাম বেড়েছে  © টিডিসি ফটো

বাগেরহাটের বাজারে রমজান মাসের শুরুতে ছোলা, খেজুর ও চিনির দাম কিছুটা কমেছে। তবে বোতলজাত তেল, বেগুন ও লেবুর দামে অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। সোমবার (৩ মার্চ) সকালে বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, যেখানে কয়েকদিন আগেও এর দাম ছিল ৩০-৪০ টাকা। 

লেবুর দাম বেড়ে প্রতিটি বিক্রি হচ্ছে ১৫ টাকা, যেখানে কয়েকদিন আগে প্রতিটি ছিল ৫ থেকে ৬ টাকা। তবে আগে রমজানের সময় ছোলা, চিড়া, মুড়ি ও খেজুরের দাম বাড়লেও এবার কিছুটা সহনীয়। এক মাস আগে প্রতি কেজি ছোলা ১২০ টাকায় বিক্রি হলেও এখন ১০০ টাকায় নেমেছে। গেল বছর রমজানে সাদা চিনির দাম ১৪০ টাকা থাকলেও এবার তা ১২০ টাকা।

খেজুরের দাম কেজিপ্রতি ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে নিম্নমানের খেজুর ১৫০ টাকা কেজি, আর উন্নত মানের খেজুর ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম সহনীয় থাকায় ব্যবসায়ী ও ক্রেতারা কিছুটা স্বস্তিতে আছেন।

ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘রমজানের শুরুতে দাম কিছুটা বাড়লেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। খেজুরের দামও এখন পর্যন্ত সহনীয় আছে।’

বাজার করতে আসা গৃহিণী শারমিন আক্তার বলেন, ‘ছোলা-চিনির দাম কম থাকায় ভালো লাগছে, কিন্তু বেগুন-লেবুর দামে আমরা দিশেহারা। প্রতিদিন ইফতারে বেগুন ভাজি বা বেগুনি দরকার, কিন্তু এত দাম দিয়ে কেনা কঠিন।’

রমজানের আগে থেকেই সারাদেশের মতো বাগেরহাটের বাজারেও বোতলজাত ভোজ্য তেলের (সয়াবিন) দাম নিয়ে কারসাজি শুরু হয়েছে।কৃতিমভাবে বোতলজাত তেলের সংকট তৈরি করে দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

আরো পড়ুন: তরুণদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করতে ‘নিওন রান’ 

এক লিটার বোতলজাত তেল কোম্পানি ভেদে বোতলের গায়ে ১৭০ থেকে ১৭৫ টাকা দাম থাকলেও, বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকায়। ৫ লিটারের বোতলের গায়ে ৮৫২ টাকা দাম লেখা থাকলেও, বিক্রি হচ্ছে ৮৫৫ থেকে ৮৯০ টাকা পর্যন্ত। 

কোনো কোনো ব্যবসায়ী বোতলের তেল খুলে, খোলা বাজারে বিক্রি করছেন ১৮৫ টাকা কেজি দরে। নিয়মিত অভিযান চালিয়ে তেল সিন্ডিকেট স্বাভাবিক করার দাবি ভোক্তাদের। 

এ বিষয়ে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, ‘রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কেউ যদি অস্বাভাবিকভাবে দাম বাড়ায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তারা যদি কোনো অনিয়ম দেখেন, তাহলে আমাদের জানানোর অনুরোধ করছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence