কবে দেখা যেতে পারে রমজানের চাঁদ

  © সংগৃহীত

গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের অফুরন্ত সুযোগ নিয়ে দরজায় কড়া নাড়ছে মহিমান্বিত মাস রমজান। সময় যত ঘনিয়ে আসছে, ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ততই আগ্রহ বাড়ছে ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরবে রমজানের চাঁদ উঁকি দেবে কবে। এর মূল কারণ, মধ্যপ্রাচ্যের দেশটিতে যেদিন চাঁদ দেখা যায়, তার পরদিনই সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোর আকাশে উঁকি দেয় চাঁদ।

চলতি বছর ২৮ ফেব্রুয়ারি রাতে ইসলামিক বিশ্বের দেশগুলোতে রমজানের চাঁদের দেখা মিলতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। অন্যদিকে ১ বা ২ মার্চ থেকে সৌদি আরবে রমজান শুরু হতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যের নটিক্যাল আলমানাক অফিস পরিচালিত চাঁদ বিষয়ক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’।

আরো পড়ুন: মর্জি মাফিক নিয়োগ-ছাঁটাইয়ে সর্বেসর্বা সিটি ইউনিভার্সিটির ভিসি ড. লুৎফর

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে সংস্থাটির বরাতে জানানো হয়েছে, ১ বা ২ মার্চ থেকে মক্কায় পবিত্র রমজান শুরু হতে পারে। তবে অন্যান্য অঞ্চল, বিশেষ করে পশ্চিম গোলার্ধে এবার সৌদি আরবের আগেই উঁকি দিতে পারে রমজানের চাঁদ।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদিসহ অন্যান্য মুসলিম দেশগুলোয় এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ ক্ষেত্রে ‘ক্রিসেন্ট মুন ওয়াচের’ তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে আগামী ২৮ ফেব্রুয়ারি (২৯ শাবান) খুব সহজেই নতুন চাঁদটি দেখা যাবে। আর সৌদি আরবের মক্কার সময় অনুযায়ী ওইদিন রাত ৩টা ৪৫ মিনিটে এই চাঁদের জন্ম হবে।

তবে এবার মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় দূরবীন বা অন্য কোনো যন্ত্রের সাহায্যেও নতুন চাঁদের দেখা পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি। ‘ক্রিসেন্ট মুন ওয়াচের’ তথ্য বলেছে, এ বছর যদি আকাশ পরিষ্কার থাকে তবে আগামী ১ মার্চ বিশ্বের প্রায় সব দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এই হিসেবে ‘গ্লোবাল সাউথের’ দেশগুলোয় এ বছর রমজান শুরু হতে পারে ২ মার্চ থেকে।

উল্লেখ্য, সাধারণত চন্দ্র মাসগুলো ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে। এরমধ্যে আরবি বর্ষপঞ্জিকার প্রতি মাসের ২৯তম দিনে নতুন চাঁদের সন্ধান করা হয়। এ ক্ষেত্রে যদি ওইদিন চাঁদ না দেখা যায় তবে ৩০ দিন পূর্ণ করে নতুন মাস শুরু হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence