কাল ফেসবুক লাইভে আসছেন শেখ হাসিনা!

শেখ হাসিনা
শেখ হাসিনা  © ফাইল ফটো

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভে প্রকাশ্যে কথা বলবেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়। 

পোস্টে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে।

প্রসঙ্গত, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গার দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ রাখছেন বলে জানা যায়। 


সর্বশেষ সংবাদ