স্কুলে যাওয়ার পথে ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত

নিহত মিম আক্তার
নিহত মিম আক্তার  © সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় ইটবোঝাই ট্রলির চাপায় মিম আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে দেবিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম দেবিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। 

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে ট্রলির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ