ছাত্রলীগ নেতা শোভন হত্যা মামলায় গ্রেপ্তার

সালমান ফারসি শোভন
সালমান ফারসি শোভন  © সংগৃহীত

পাবনায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা সালমান ফারসি শোভনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ও ভাঙচুর মামলা রয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করেছে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম।

ওসি বলেন, যাকে আটক করা হয়েছে, সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও ভাঙচুরের অভিযোগে মামলা ছিল। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শোভন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জীব ও ভূবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল। শোভন বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এ সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করে। তারা ৯৯৯-এর মাধ্যমে পাবনা সদর থানায় ফোন দিয়ে জানায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে শিক্ষার্থীরা আটক করেছে। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করেন।

থানায় শোভনের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে তিনি সরকারি এডওয়ার্ড কলেজে বাইক নিয়ে ঘুরতে যান। এ সময় শিবিরের এক নেতা তাকে ডাক দিয়ে কথা বলেন। কথা বলার সময় পেছন থেকে ১৫ থেকে ২০ জন ছেলে এসে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এরপর পুলিশ ডেকে তাকে তুলে দেন তারা। এ সময় তার ফোন ও বাইক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসেন বলেন, এডওয়ার্ড কলেজে আমাদের প্রকাশনা উৎসব চলছিল। এ সময় মাঠে আমরা ঝামেলা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাই। পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় শিবিরের কেউ জড়িত নয়। আমাদের প্রোগ্রামের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য পুলিশকে ফোন দেওয়া হয়। তার ফোন ও বাইক কে নিয়ে গেছে, সে বিষয়েও আমরা কিছু বলতে পারব না।

শোভনের মোবাবাইল ফোন আর বাইক হারানোর বিষয়ে ওসি বলেন, এ বিষয়ে অভিযোগ শুনেছি। তবে আমরা কিছু জানি না।


সর্বশেষ সংবাদ